নিজস্ব প্রতিবেদক ॥ নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে রাফি(৭) নামে এক শিশুর। রোববার দুপুরে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা ভোকেশনাল এলাকায় এ ঘটনা ঘটে। সে রাজধানী ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের ছেলে। জানা গেছে, রাফি নানা বাড়ির বন্ধুদের সাথে সজ্জনকান্দা মারকাজ মসজিদের অদূরে অবস্থিত পুকুরে দুপুর ২টা নাগাদ গোসল করতে নেমেছিলো। প্রায় ২ঘন্টা ছেলের খোঁজ মিলছেনা তখন ওর সহপাঠিদের তথ্য মতে পুকুরে খুঁজতে গিয়ে পায়ে বাধে শিশু রাফি’র নিথর দেহ। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari