সাংবাদিক আবেদ খানের সম্পাদনায় ১৬ অক্টোবর থেকে জাতীয় দৈনিক কালবেলা প্রকাশনা উপলক্ষেরাজবাড়ীতে কেক কেটে, আলোচনা সভা ও সুধী সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার জেলা শহরের ২ নম্বর বেড়াডাঙ্গা এলাকায় নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক কালবেলার প্রকাশনার শুভ দিনে এ দিনটি উদযাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপসিস্থত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী- আলহাজ্ব কাজী কেরামত আলী।
দৈনিক কালবেলা রাজবাড়ী জেলা প্রতিনিধি শেখ মমিনের সভাপতিত্বে সম্মানিত বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক- শেখ সোহেল রানা টিপু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি- হেদায়েত হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক- বি.এম এহতেশাম, ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক লীগের সদস্য- আরশাদ মৃর্ধা, ঢাকা তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য- জাহিদুল হাসান সবুজ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক- ফারুক খান, মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী জেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক- নাজমা হক দেওয়ান সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari