মোক্তার হোসেন, পাংশা ॥ পাংশায় সকালে অসচ্ছল শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ১৪ দিন ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ রোববার শুরু হয়েছে। পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রবিবার সকাল ১০টায় কর্মসূচির উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা)’র সহযোগিতায় উপজেলা যুব উন্নয়ন বিষয়ক কমিটি এ কর্মসূচি বাস্তবায়ন করছে। কর্মসূচির আয়োজন করেছে পাংশা উপজেলা পরিষদ।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম ও কর্মসূচির প্রশিক্ষক আব্দুস সালাম প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস। ৩০জনের একটি ব্যাচ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান সামাজিক ও ব্যক্তি জীবনে কাজে লাগানোর গুরুত্বারোপ করেন।