বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টসের আয়োজনে শুক্রবার সকালে রাজবাড়ী সরকারি কলেজে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশ স্কাউটস, রাজবাড়ী জেলা রোভারের উদ্যোগে ৬৫ তম জোটা ও ২৬ তম জোটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকাল কো-অর্ডিনেটর মো. আবদুর রশিদ মিঞা সম্পাদক রাজবাড়ী জেলা রোভার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আইয়ুব আলী সরদার, কোষাধ্যক্ষ, রাজবাড়ী জেলা রোভার, খন্দকার আবদুল হালিম, সহকারী কমিশনার, রাজবাড়ী জেলা রোভার এবং বিভিন্ন ইউনিটের আর এস এল বৃন্দ।
এতে বিভিন্ন কলেজের ৭৫ জন রোভার ও গার্ল-ইন রোভার অংশ গ্রহণ করেন। প্রোগ্রামটি পরিচালনায় ছিলেন জেলার সিনিয়র রোভার মেট প্রতিনিধি আমিনুল ইসলাম ও কামরুনাহার সুমি।
বিকেল ৪:৩০ মিনিটে পতাকা নামানোর মধ্যে দিয়ে কার্যক্রম সমাপ্ত হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari