রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলে শিক্ষার্থীদের বিশেষ পাঠদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। গত বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে দশম শ্রেণির শিক্ষার্থীদের তিনি সচেতনতা বৃদ্ধিমূলক এ পাঠদান করেন। সকালে দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আনুষ্ঠানিকতা শেষে তিনি এ বিশেষ পাঠদানে অংশ নেন।
এ সময় তিনি নারীর ক্ষমতায়ন,নারী-পুরুষের মধ্যে বৈষম্য, বিজ্ঞান শিক্ষার গুরুত্ব, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধ, অপরিচিত ব্যাক্তির সাথে সম্পর্কে জড়ানোর খারাপ পরিনতি, মোবাইল ও ইন্টারনেট ব্যাবহারের ক্ষতিকর দিকসহ বিভিন্ন বিষয়ের উপর দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মেহেদী আবু হাসান, শিক্ষক মো. মোতালেব হোসেন, সহকারী শিক্ষক শামীম শেখ এ সময় উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে ইউএনও মো. জাকির হোসেন বলেন, পেশাগত কাজের বাইরে গিয়ে তিনি সময় পেলেই শিক্ষার্থীদের সাথে সময় কাটান। তাদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও দেশপ্রেম বাড়াতে চেষ্টা করেন। এটা তার ভালো লাগে।
শিক্ষার্থীরা দেশের ভবিষ্যত কর্ণধার। তাদের সিলেবাসের পড়ালেখা ছাড়াও নিয়মিত নৈতিক শিক্ষা,বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টি ও দেশপ্রেম বাড়ানোর দিকে তিনি শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari