রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে বৃহস্পতিবার উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীদের সচেতনতামূলক মহড়া প্রদর্শিত হয়েছে। দুর্যোগ প্রশমন দিবস ২০২২ উদযাপন উপলক্ষে তারা এ মহড়া প্রদর্শন করেন। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল " দূর্যোগে আগাম সতর্কতা, সবার জন্য কার্যব্যবস্থা। মহড়ায় গ্যাস, চুলো বা অন্যকোন দাহ্য পদার্থ হতে আগুন লাগলে তা নেভানোর বিভিন্ন কলাকৌশল, হতাহতদের উদ্ধার, ভূমিকম্পের সময় করনীয় ও হতাহতদের উদ্ধার তৎপরতার উপর প্রদর্শনী উপস্হাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সাঈদ মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম,উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব অফিসার মোকলেছুর রহমান, লিডার সাদেকুল ইসলাম প্রমূখ। বিদ্যালয়ের শতশত শিক্ষার্থী ও এলাকার সাধারন মানুষ শিক্ষামূলক এ অনুষ্ঠানটি উপভোগ করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari