রাজবাড়ী পাংশার বাহাদুরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মোড়কবিহীন, ভেজাল মিশ্রিত ও নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করে গুড় তৈরির অভিযোগে কারখানা মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার দুপুর ১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়া নামক স্থানে একটি অনুনোমদিত গুড়ের কারখানায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল। অভিযানে কারখানা থেকে আনুমানিক ২০০ টিনের কৌটা বোঝাই নিষিদ্ধ ক্যামিকেল, ১০০ মাটির কোলা ভর্তি প্রস্তুতকৃত ভেজাল গুড় ও ৩৪ বস্তা চিনি জব্দ করা হয়। এ সময় কারখানার মালিম শেখ আলমাছ(৫১) কে আটক করা হয়।
আটক আলমাছকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪২ ধারায় ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম করাদন্ডে দন্ডিত করেন মোবাইল কোর্ট। পাশাপাশি ভেজাল কেমিক্যাল ধ্বংস করা সহ কারখানাটিকে সিলগালা করা হয়।
মোবাইল কোর্টকে সহযোগিতা করেন পাংশা মডেল থানার এস আই মামুন এর নেতৃত্তে থানা পুলিশের একটি দল।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari