সোমবার সকালে জাতীয় সাঁতার কোচ বীর মুক্তিযোদ্ধা এরশাদুন্নবী সেলু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর। মাত্র ছয় দিন আগে গত ৪ অক্টোবর তার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা শহীদন্নবী আলম মারা যান। উভয়েই রাজবাড়ী শহরের ভবানীপুর বড়পুল এলাকার বাসিন্দা ছিলেন।
এরশাদুন্নবী সেলু মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দুপুর সাড়ে তিনটায় রাজবাড়ী কাজী হেদায়েত স্টেডিয়ামে তার মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। পরে বাদ আসর রাজবাড়ী খানকাহ শরীফ বড় মসজিদে জানাজার নামাজ শেষে ভবানীপুর নতুন বাজার সংলগ্ন পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari