রাজবাড়ীর বালিয়াকান্দিতে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ওই গৃহবধূ বাদী হয়ে রোববার রাতে চারজনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা করেছেন। পুলিশ রাসেদ শিকদার নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। সে বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের সিরাজ শিকদারের ছেলে। মামলার অপর তিন আসামি হলো লাদেন হোসেন, মো. রনি এবং মো. সনি। এদের বাড়ি বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন গ্রামে।
মামলায় গৃহবধূ অভিযোগ করেছেন, গত শনিবার রাত ১০টার দিকে তিনি রাজবাড়ী থেকে বালিয়াকান্দি নামেন। বালিয়াকান্দি হাসপাতালের সামনে থেকে পরিচিত একটি ভ্যান পেয়ে তাকে বাড়ি পৌছে দিতে বলেন। ভ্যানওয়ালা পথের মধ্য থেকে আরও তিনজন যাত্রী তোলে। পরে ওই চারজন তাকে জোরপূর্বক একটি মেহগনি বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়।
বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান জানান, নিপীড়নের শিকার গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য সোমবার রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আদালতে ২২ ধারায় তার জবানবন্দী রেকর্ড করা হবে। মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari