সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে গ্রেফতার সোনিয়া আক্তার স্মৃতির শাস্তির দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।
শুক্রবার ১১টার দিকে মুক্তিযুদ্ধ মঞ্চ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে শহরে বিক্ষোভ-মিছিল করা হয়। পরে প্রধান সড়কে মানববন্ধন করে মুক্তিযুদ্ধ মঞ্চ।
এসময় বক্তব্য দেন মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সভাপতি মুরাদ শেখ, রাজবাড়ী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্যসচিব ও মামলার বাদী সামছুল আরিফিন চৌধুরী, মুক্তিযুদ্ধ মঞ্চ জেলা শাখার সভাপতি ফরিদুর রহমান জয়, সাধারণ সম্পাদক নাহিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রানা, মুক্তিযুদ্ধ মঞ্চ রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি সাব্বির আহমেদ আসাদ, জাকির প্রামাণিক, প্রচার সম্পাদক মো. সজিব মোল্লাসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, স্মৃতি তার ফেসবুক আইডিতে সরকারবিরোধী পোস্ট দেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তাছাড়া বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কটূক্তি করলে রাজপথে নেমে প্রতিবাদ করারও হুমকি দেন তারা।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari