‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে রাজবাড়ীতে। বৃহস্পতিবার রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার জেলা পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদনের স্বীকৃতি স্মরূপ রাজবাড়ী জেলার ৪২ টি ইউপির মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদকে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) মো. মাহাবুর রহমান শেখ। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা প্রমুখ।
উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।
উল্লেখ্য, গোলজার হোসেন মৃধা বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত উজানচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান। তিনি সততার সাথে ইত্যেমধ্যে ইউনিয়নে জনপ্রিয়তা অর্জন করেছেন। বিশেষ করে সরকারি ফি নিয়ে কোনো রকম হয়রানি ছাড়াই পুরো উজানচরের মানুষ খুব তাড়াতাড়ি জন্ম বা মৃত্যু সনদ পেয়ে থাকেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari