ষ্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা নারুয়া ইউনিয়নের কতিপয় সঙ্গবদ্ধ যুবকের দল মোবাইল প্রতারনা করে অর্থ সম্পদের মালিক হয়েছে। এরা কখনও জিনের বাদশা কখনও বড় ঊর্ধŸতন কর্তা সেজে মোবাইলে টাকা হাতিয়ে নেয়। এমনি কয়েকজন ভূক্তভোগী ব্যক্তি বালিয়াকান্দি থানায় মামলা করলে থানা পুলিশ কয়েকজন শীর্ষ প্রতারককে গ্রেফতার করে। তারা আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে। এদিকে থানা পুলিশের অভিযানের ভয়ে গড়াই নদীর কাশবনে ঘর করে অবস্থান করছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari