রাজবাড়ীতে পাওয়া টাকা বুঝে পাওয়ার পরও চেক ডিজ অনার মামলা দেওয়ার অভিযোগ পাওয়া যায় মো. আলাল ফকীরের নামে। আলাল ফকীর রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বালিয়াডাঙ্গী মৃত শাহাজাহান ফকীরের ছেলে। এলাকায় তিনি সুদে টাকা লগ্নি করার ব্যবসা করেন বলে অভিযোড় রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বাদী চার লক্ষ টাকার পাওয়ার দাবিতে মোকাম রাজবাড়ী ১নং আমলী আদালতে মামলা করেন। তবে এলাকাবাসী অভিযোগ করেছে, বাদী আলাল ফকীর সুদের ব্যবসা করেন। উচ্চ সুদে এলাকার সাধারণ মানুষের টাকা লগ্নি দেন। সরকারী নিয়মনীতি উপেক্ষা করে অসহায় মানুষের সুযোগ নিয়ে সাদা চেক আমানত রেখে টাকা লগ্নি করেন। দেখা যায়, সুদের টাকা সহ লগ্নিকৃত টাকা ফিরিয়ে দেওয়ার পরও চেক ফিরে দেওয়ায় টাল-বাহানা করেন। পরে চেক ডিজ অনার মামলা করেন।
এব্যাপারে ভুক্তভোগি মো. সামাদ শেখ জানান, আলালের কাছ থেকে নেওয়া টাকা সুদ সহ ফিরিয়ে দেওয়া হয়েছে। টাকা ফিরিয়ে দেওয়ার পর চেক পরে দিবেন বলে তিনি জানান। কিন্ত চেক ফিরিয়ে না দিয়ে বরং টাকার দাবিতে আমার বিরুদ্ধে মামলা করেছেন। এই টাকা এলাকার একাধিক ব্যক্তির মোকাবিলায় ফিরিয়ে দেওয়া হয়েছে।
মো. আলাল ফকীর জানান, এর আগেও সামাদ আমার কাছ থেকে টাকা নিয়েছিল। সেই টাকা ফিরিয়ে দিয়েছে। পরবর্তীতে সে আবারও টাকা নিয়েছিল। সেই টাকা এখনও পর্যন্ত ফিরিয়ে দেয়নি। যে কারণে আমি মামলা করেছি।
আপনে কোন স্বার্থে এতগুলো টাকা একাধিকবার তাকে দিয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন, এলাকার মানুষ বিপদে পড়েছিল তাই দিয়েছি। এটা আমার সুদের ব্যবসা না।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari