স্টাফ রিপোর্টার ॥ গতকাল মঙ্গলবার বাংলাদেশ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মচারী সমিতির ও কেন্দ্রীয় কমিটি কালেক্টরেট সহকারী সমিতি কর্তৃক ঘোষিত প্রধানমন্ত্রী কর্তৃক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রাক্তন তহশীলদারদের ১৭ গ্রেড থেকে ১২ গ্রেডে উন্নতি করা হয়েছে। কিন্তু একই মন্ত্রনালয় উপজেলা ভূমি অফিসে ১ গ্রেড থেকে ১১ গ্রেডের কর্মচারীদের এবং উপজেলা নির্বাহী অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ের র্কমচারী পদবী পরিবর্তন ও গ্রেড উন্নতি করা হয় নাই। যার ফলে মাঠ প্রশাসনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জন প্রশাসন মন্ত্রনালয় হতে অর্থ মন্ত্রনালয়ে প্রস্তাব প্রেরন করা হলেও অর্থ মন্ত্রনালায় তা অনুমোদন না দেওয়া বিষয়টি নিয়ে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তৃতীয় শ্রেনীর কর্মচারীরা পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করে। কর্ম বিরতিতে অংশ গ্রহণ করে কালেক্টরেট তৃতীয় শ্রেনীর কর্মচারী পরিষদের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সহ-সভাপতি- গোলাম পাঞ্চাতন, সুশান্ত কুমার শিকদার, মোঃ শফিকুল ইসলাম, মহিলা সম্পাদিকা- আফরোজা চৌধুরী, সাংগঠনিক- বাসুদেব সরকার সহ জেলা প্রশাসনের কর্মরত ১১ গ্রেড থেকে ১৬ গ্রেডের কর্মচারী বৃন্দ প্রমূখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari