পদ্মা নদী ভাঙ্গনের কবল থেকে “দৌলতদিয়া বাসি বাঁচতে চায়” এই স্লোগান সামনে রেখে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদী শাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ পালন করেছে এলাকাবাসী।
শুক্রবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঘণ্টা ব্যাপী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা নদীর পাড়ে ৫নং ফেরি ঘাট এলাকায় সর্বস্তরের জনগনের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, ১৯৯৬ সাল থেকে পদ্মা আগ্রাসী রূপ নিয়েছে। প্রতি বছর নদী ভাঙ্গনের কারণে শত শত পরিবার তাদের বসত ভিটা হারিয়েছে। নদীতে বিলীন হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। গত মঙ্গলবার নদী ভাঙ্গনের কারণে ৫নং ফেরিঘাট নদীতে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় কয়েক হাজার পরিবার। জরুরি ভিত্তিতে নদী শাসন করার দাবি করেন মানববন্ধন কারীরা।
মানববন্ধনে শেখ নজরুল ইসলাম বাবুর সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সুহান খান প্রমখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari