রাজবাড়ীর পাংশায় বৃহস্পতিবার রাতে এক বিশেষ অভিযান চালিয়ে বিদেশি রিভলবারসহ মো. আকাশ আলী (২০) নামে এক যুবককে আটক করেছে পাংশা থানা পুলিশ। আকাশ কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একতারপুর এলাকার ঈশ্বরদী গ্রামের মো. আতিয়ার এর ছেলে।
পাংশা মডেল থানা সুত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান এর নেতৃত্বে এস আই তরিকুল ইসলাম সহ পুলিশ দল বৃহস্পতিবার রাতে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের দক্ষিণ খোর্দ্দবসা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজতে থাকা একটি বিদেশী রিভালবার উদ্ধার করা হয়।
এছাড়াও অপর একটি অস্ত্র মামলায় নয়ন হোসেন (২৩) পিতা-সফিকুল ইসলাম, সাং- পরানপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে নয়ন হোসেন (২৩) ও দক্ষিন খোর্দ্দবসা গ্রামের হযরত আলীর ছেলে ৩। মোঃ আশরাফুল ইসলাম (২৭) কে গ্রেফতার করে পুলিশ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari