গোয়ালন্দঘাট থানা পুলিশ উপজেলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও লুন্ঠিত মোবাইল ফোন উদ্ধার করেছে। এসময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, গোয়ালন্দঘাট থানাধীন উত্তর উজানচর নতুনপাড়া (৪নং ওয়ার্ড) এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ মো. হারুন বিশ্বাস (৩৮) পিতা-মৃত মফিজ উদ্দিন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে গোয়ালন্দঘাট থানায় মামলা হয়েছে।
অপরদিকে গোয়ালন্দঘাট থানার মামলা নং-১৩(০৯)২২ এর লুন্ঠিত মোবাইল ফোন উদ্ধারসহ ছিনতাইকারী মো. রাকিব বেপারী(২২), পিতা-মোঃ মঞ্জু বেপারী, সাং- ভাজনডাঙ্গা (গুচ্ছগ্রাম), থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে এবং গোয়ালন্দঘাট থানার মামলা নং-১৫(০৯)২২ এর এজাহারনামীয় আসামী মোঃ জহিরুল ফকির(২২), পিতা-মো. মহির উদ্দিন ফকির, সাং-সোহরাব মন্ডল পাড়া,থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করা হয়। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari