সর্বগ্রাসী দুর্নীতি অর্থপাচার ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দিয়েছে হানিফ বাংলাদেশী। ৬ সেপ্টেম্বর সকালে স্মারকলিপিতে তিনি উল্লেখ করেছেন গত ৫০ বছরে যে উন্নয়ন হয়েছে তার মধ্যে সম্প্রতি সময়ের ১৩ বছরের উন্নয়ন চোখে পরার মত। বেড়েছে ঘুষ-দুর্নীতি, অর্থপাচার, নৈতিক অবক্ষয়। প্রতিষ্ঠিত হয়নি গনতান্ত্রিক আইনের শাসন মান উন্নয়ন। দ্রুত এগুলোর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থাগ্রহনের দাবী নিয়ে দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক ও প্রতিটি উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করছে। এটা তার ১৯৮ তম উপজেলা। ২০২৩ সালের জানুয়ারি মাসে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায় গিয়ে কার্যক্রম শেষ করবে। এর আগে তিনি ভারত বাংলাদেশ সিমান্তে অহরহ হত্যার প্রতিবাদে ও নির্বাচন কমিশন গঠনের দাবী নিয়ে ৬৪ জেলায় স্মারক লিপি দিয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari