বিদ্যুতের প্রিপেইড মিটারে গ্রাহকদের ভোগান্তি নিরসনের লক্ষ্যে রাজবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুনুর রশীদের সাথে মতবিনিময় করেছেন নাগরিক কমিটি, রাজবাড়ীর নেতৃবৃন্দ। রোববার সকাল ১০টায় নির্বাহী প্রকৌশলীর নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজিস্থত ছিলেন নাগরিক কমিটি, রাজবাড়ীর সভাপতি জ্যোতিশংকর ঝন্টু, সহ সভাপতি মুনীরুল হক, আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, স হ সাধারণ সম্পাদক লিয়াকত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জেমস হালদার, শিক্ষা বিষয়ক সম্পাদক মহিতুজ্জামান বেলাল, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ মো. পলাশ, প্রচার সম্পাদক সৌমিত্র শীল চন্দন, কার্যনির্বাহী সদস্য সুশান্ত রায় প্রমুখ।
নেতৃবৃন্দ এসময় প্রিপেইড মিটারে গ্রাহকরা কীভাবে হয়রানী হচ্ছে তার সবিস্তার তুলে ধরেন। এছাড়া পোস্ট পেইড মিটার গ্রাহকরা অনেকেই দুই তিন মাস যাবৎ বিদ্যুৎ বিলের কাগজ পাচ্ছেনা।
নাগরিক কমিটি, রাজবাড়ীর সভাপতি জ্যোতিশংকর ঝন্টু এসময় বলেন, গ্রাহকরা যাতে আর ভোগান্তির শিকার না হয় এজন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। যেহেতু প্রিপেইড মিটার বিষয়টি একেবারেই নতুন। এজন্য গ্রাহকদের সচেতন করার জন্য পাড়া মহল্লায় গিয়ে উঠান বৈঠকেরও পরামর্শ দেন তিনি।
রাজবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুনুর রশীদ বলেন, নানান রকম সমস্যা নিয়ে প্রতিদিনই দু চারজন গ্রাহক আসছেন। এসব সমস্যার কারণ হিসেবে দেখা গেছে, কোনো মিটারে গাছের ডাল পড়েছে।
আবার কারও আরথিন তারে সমস্যার কারণে হয়েছে। তবে গ্রাহকরা যেন আর হয়রানী না হয় এজন্য সচেতন করার পদক্ষেপ নেওয়া হবে। এখনও যাদের পুরনো মিটার রয়ে গেছে তাদের ক্ষেত্রে পাঁচশ ইউনিটের বেশি হয়ে গেলে গ্রাহকের সাথে আলোচনা করে বিল করে দেওয়া হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari