রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার সদ্য যোগদানকারী পরিদর্শক মনিরুজ্জামানের ত্বরিৎ পদক্ষেপে ২দিনে দীর্ঘদিনের হারিয়ে ২টি মোবাইল সেট উদ্ধার হয়েছে।
সেবা গ্রহিতা বালিয়াকন্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের শেখ আহম্মদ আলীর পুত্র মাওলানা মো. ওমর ফারুক মনির জানান, গত ২০ মে কালুখালী উপজেলাধীন সোনাপুর মোড় হতে তাহার ব্যবহৃত সাড়ে ১১ হাজার টাকা মূল্যের মোবাইল সেট হারিয়ে যায়। পরদিন কালুখালী থানায় একটি জিডি করে। জিডি নং ৮১১ তাং ২১/৫/২২ ইং। অপর সেবা গ্রহীতা কালুখালী উপজেলার কামারদহ গ্রামের আব্দুল লতিফের ছেলে খলিলুর রহমান। তিনি জানান, এক বছর পূর্বে ঘরের জানালা দিয়ে তার মোবাইল সেট নিয়ে যায়। এ ব্যাপারে থানায় জিডি করে। সস্প্রতি সোনাপুর বাজারে আইনশৃঙ্খলা সভায় পুলিশের সেবা সম্পর্কে বক্তব্যের পর বাজারের ২ ব্যবসায়ী তাদের মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনা জানায়। গত ২ দিনের মধ্যে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে ২টি সেটই উদ্ধার করে দিতে সক্ষম হয়েছে।
এ ব্যাপারে ওসি তদন্ত মো. মনিরুজ্জামান খান জানান, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ধার করে তাদের হাতে তুলে দিতে পেরেছি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari