রাজবাড়ী জেলার গোয়ালন্দে চাঁদাবাজ, মানবপাচারকারী ও মাদক ব্যবসায়ী সুজন খন্দকারের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার দুপুর ১২টার দিকে গোয়ালন্দ প্রেসক্লাবের সামনে সর্বস্তরের জনগণ এ মানববন্ধন করেন। মানববন্ধনের আয়োজনকারী সোহেল ও রিজভী জানান, সুজন খন্দকার একজন কথিত সাংবাদিক। মানবপাচারকারী ও মাদক ব্যবসায়ী এবং দৌলতদিয়া যৌনপল্লীর একজন তালিকা ভুক্ত বাড়ীওয়ালা। সুজন খন্দকার যৌনপল্লীতে নারীদের দিয়ে যৌন পেশা করিয়ে থাকেন। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজী করেন। সেই ধারাবাহিকতায় আমাদের কাছেও চাঁদাদাবি করেন।
বক্তরা আরোও বলেন, সুজন খন্দকার নারীপাচার, চাঁদাবাজী ও মাদকের মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়ে জেল খেটেছে। সাংবাদিকতার মত মহান পেশার আড়ালে নানা প্রকার অপরাধ মূলক কাজ চালিয়ে যায় সুজন খন্দকার। সুতরাং এলাকাবাসীর স্বার্থে সুজন খন্দকারের অপরাধের বিচার চাই।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari