রাজবাড়ী পাংশার কশবামাজাইল ইউপির ভাতশালা গ্রামের আমিনুর রহমান টিটন এর তালাবদ্ধ বাড়িতে বৃহস্পতিবার রাতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
জানা যায়, চোরেরা রাতের কোন এক সময়ে তালা ভেঙ্গে টিটনের ঘরে প্রবেশ করে একটি টেলিভিশন, ২টি ফ্যান ও মূল্যবান শাড়ী কাপর সহ নগত ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন যাবত চোরের উৎপাত বেড়ে গেছে। কিছুটা আতংকের মধ্যেই আমাদের পার হচ্ছে প্রতিটি রাত।
চুরির ঘটনাটি জানতে পেরে কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ ঘটনাস্থল পরির্দশ করেছেন। তিনি বলেন, এলাকার মধ্যে যারা এ অশান্তি সৃষ্টির পায়তারা করছে তাদের চিহ্নিত করে এলাকায় শান্তি ফিরে আনতে আমি পুলিশ প্রশাসনকে অবগত করেছি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari