সরকার চাউলের দাম স্বাভাবিক রাখতে ওএমএস চাউল বিতরন শুরু করেছে। এই প্রকল্পে যে কোন মানুষ ৩০ টাকা কেজি দড়ে চাউল কেনার সুযোগ পাবে। বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় এই প্রকল্প উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তরিকুল ইসলাম সবুজ ওএমএস চাউল বিতরন উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, তদারকি কর্মকর্তা আ: রশিদ,তদারকি কর্মকর্তা আবুল বাশার চৌধুরী,ডিলার নির্মল কুমার সাহা, ডিলার নার্গিস সুলতানা,আ: বারেক প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তরিকুল ইসলাম সবুজ জানান, প্রথম ধাপে কালুখালীর গান্দিমারা বাজার ও রতনদিয়া বাজারে এই চাল বিক্রয় করা হবে। পর্যায় ক্রমে ৭ ইউনিয়নের গুরুত্বপূর্ন জায়গায় এই চাল পাওয়া যাবে। প্রতিদিন ১জন সুবিধাভোগী ১শ ৫০ টাকার বিনিময় ৫ কেজি চাল কিনতে পারবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari