রাজবাড়ী পাংশা কলিমহর ইউনিয়নের গোপালপুর লাহিড়ী রঘুনাথপুর এলাকায় দুই সন্তানের জনক হাসান দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানী করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাসান একই গ্রামের মৃত মনজেল মন্ডলের ছেলে।
ওই ছাত্রীর মা জানান, বুধবার বিকেলে স্কুল ছুটির পর তার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে এসে জানায় হাসান তাকে যৌন হয়রানী করেছে। ।
মেয়েটির বাবা জানান, হাসান এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় পাংশা থানায় অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে হাসানের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari