রাজবাড়ী পাংশার কশবামাজাইল ইউপির সুবর্নখোলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চার জনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে ও রাতে দুই দফায় এ হামলার ঘটনা ঘটে।
হামলাকারিরা দুপুরে বড়খোলা গ্রামে আবুল হোসেনের নিজ বাড়ী সংলগ্ন স্থানে হামলা চালায়। দ্বিতীয় দফায় রাত ৮টার দিকে সুবর্নখোলা নতুন বাজারে গিয়ে আবুল হোসেন জোয়ারেদারের লোকদের উপর হামলা চালায়।
এ বিষয়ে আবুল হোসেন জোয়ার্দার জানান, আদালতের ১৪৪ ধারা জারিকৃত জমিতে পাটকাঠি পালা দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে নাসির জোয়ার্দার (৫০) প্রতিপক্ষের লোকেরা চাইনিজ কুড়াল রাম-দা হাসুয়া শরকি ও লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। পরে হাটের উপর আমার লোকজন চা খেতে গেলে সেখানে গিয়ে পূনরায় হামলা চালায়।
হামলায় আব্দুল রব জোয়ার্দার (৫৫) ও মাজেদ আলী মিন্টু (৪৫) ফরিদপুর মেডিকেলে, তরিকুল ইসলাম ঠান্টু জোয়ার্দার (৪৫) ঢাকা এবং দাউদ আলী জোয়ার্দার (৬০) কুষ্টিয়া মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে পাংশা মডেল থানা ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে দু পক্ষই শান্ত রয়েছে। তবে কোন পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করবো।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari