৩১ আগস্ট গোয়ালন্দ উপজেলার জামতলা ও দৌলতদিয়ায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে আইন ও বিধি-বিধান লঙ্ঘনের দায়ে বিভিন্ন অপরাধে ৩ জনকে ১৮,০০০/- টাকা অর্থদ- প্রদান করা হয়। জনাব মো: সাইদুল ইসলাম, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ডা. মো: গোলাম ছরোয়ার খান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, গোয়ালন্দ, রাজবাড়ী এবং গোয়ালন্দ ঘাট থানার পুলিশ সদস্যগণ। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari