লোকাল গভর্ণমেন্ট সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি)-৩ এর অগ্রগতি ও অর্জন অবহিতকরণ কর্মশালা মঙ্গলবার রাজবাড়ী অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর স্থানীয় সরকার উপ পরিচালক (ডিএিলজি) মো. মাহাবুর রহমান শেখ।
অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা, এলজিএসপির ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর মো. রফিকুল ইসলাম।
দিনব্যাপী এ কর্মশালায় রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ এবং ইউনিয়ন পরিষদ সচিবগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিবরাজ চৌধুরী, সহকারী কমিশনার, স্থানীয় সরকার শাখা, রাজবাড়ী।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari