গোয়ালন্দঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর মধ্যে সাদ্দামের বাড়ীর ভাড়াটিয়া মুক্তার রুমের ভিতর থেকে মাদক ব্যবসায়ী রেজাউল শেখ @ চাদাই @ শান্ত (৩৭), পিতা-মৃত জনাব আলী, সাং-কুমড়াকান্দি থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ীকে ৩৫ (পঁয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও তিন গ্রাম হেরোইনসহ আটক করা হয়। একই স্থান থেকে মাদক সেবনকালে আজাদ খান (৪১),পিতা-একাব্বর আলী,সাং-কুমড়াকান্দি,থানা-গোয়ালন্দঘাট,জেলা-রাজবাড়ী, হানিফ ফকির(৩৮), পিতা-মৃত এলেম,সাং-ভাটিলক্ষীপুর, শামীম শেখ @ সূর্য্য(২৮), পিতা-মৃত খলিল,সাং-আইজুদ্দিন মাতুব্বর ডাঙ্গী, ছামির শেখ (২৯), পিতা-খলিল শেখ,সাং-মাইনুদ্দিন মাতুব্বর ডাঙ্গী, শফি প্রামানিক (৫০), পিতা-মৃত হামেদ,সাং-ভাটিলক্ষীপুর, সর্ব থানা-কোতয়ালী,জেলা-ফরিদপুরদেরকে আটক করা হয়।
এব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari