বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের ১০ টি ওয়ালটন কোম্পানীর ল্যাপটপ, ১ টি ওয়েভ ক্যামেরা ও ১টি রাউটার চুরি হয়েছে। যেগুলোতে আইসিটি মন্ত্রনালয়ের মনোগ্রাম লাগানো ছিলো। রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনা স্থল পরিদর্শন করেন বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর।
মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছমির উদ্দিন জানান, সকালে খবর পাওয়ার পর দেখতে পারি কম্পিউটার ল্যাবের কেসিগেটের তালা কাটা। ল্যাবের ১০ টি ল্যাপটপ, ১ টি ওয়েভ ক্যামেরা ও একটি ওয়াইফাই রাউটার নেই। তাৎক্ষণিক বিষয়টি আমি বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা আইসিটি অফিসার আহাদ হোসেন, বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান কে অবহিত করি।
মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী আব্দুল মান্নান জানান, তিনি সারারাত বিদ্যালয়ে পাহারা দিয়েছেন। সকালে বিদ্যালয়ের মাঠ থেকে তাকিয়ে দেখেন কম্পিউটার ল্যাবের দরজা খোলা, সঙ্গে সঙ্গে সহকারী শিক্ষক আতাউর রহমান ফিরোজকে মোবাইল ফোনে জানান।
খবর পাওয়ার পর কম্পিউটার ল্যাবের সহকারী শিক্ষক আইয়ুব হোসেন আমান ল্যাবে গিয়ে দেখতে পায় ক্যাসিগেট ও মূল দরজার তালা ভাঙ্গা, ল্যাবের ওয়ালটন কোম্পানীর ১০ টি ল্যাপটপ, ১ টি ওয়েভ ক্যামেরা ও ১ টি ওয়াইফাই রাউডার চুরি হয়েছে। এরপর তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছমির উদ্দিনকে মোবাইল ফোনে বিষয়টি জানান।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari