রাজবাড়ীর ডিবি পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে।
রাজবাড়ীর ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই মোঃ মফিজুল ইসলাম, সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর এলাকায় ঢাকা-ফরিদপুর মহাসড়ক সংলগ্ন এ এন বি ইট ভাটার সামনে হতে আসামী মো. মনিরুজ্জামান মনির(৩৫), পিতা-মৃত আব্দুল আজিজ মোল্লা, সাং-চরদুর্গাপুরকে আট বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয় ।
অপরদিকে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মোঃ মেহেদী হাসান, সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী জেলার সদর থানাধীন উদয়পুর গ্রামের কোলা থেকে দুশ পিচ ইয়াবাসহ সবুজ মন্ডল(২২), পিতা-মৃত আবু বক্কর মন্ডল, সাং-বাহির চর, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ীরকে গ্রেপ্তার করা হয়।
এব্যাপারে পৃথক দুটি মামলা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari