গোয়ালন্দঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে। এসময় ১০৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া বোডিংয়ের সামনে থেকে মাদক ব্যবসায়ী মো. মিরাজ শেখ (২৫), পিতা-মোঃ আজাদ শেখ, সাং-তাহের কাজীর পাড়া এবং মো. আতিয়ার রহমান (২৪), পিতা-মোঃ আলাউদ্দিন প্রামানিক, সাং-হোসেন মন্ডল পাড়া, উভয় থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ীকে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এব্যাপারে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
অপরদিকে একটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামী মো. সোহাগ শেখ, পিতা-শাহজাহান শেখ, সাং-বাহাদুরপুর এবং গোয়ালন্দঘাট থানায় দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামী মামুন দেওয়ান, পিতা-মৃত সামছু দেওয়ান, সাং-দেওয়ানপাড়া, উভয় থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে চালান করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari