রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী ও দুই মানব পাচারকারী মামলার আসামিকে গ্রেপ্তার করেছে।
গোয়ালন্দঘাট থানা সূত্র জানায়, গোয়ালন্দ পৌরসভার জামতলা কুদরত কসাইয়ের মাংসের দোকানের সামনে থেকে চার গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মিজান শেখ (২৮) কে গ্রেপ্তার করা হয়। তার পিতা- গোলাপ শেখ, সাং- হাজী গফুর মন্ডল পাড়া, উজানচর, থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ী। এব্যাপারে মিজানের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা হয়েছে।
অপরদিকে দুইটি মানব পাচার মামলার পলাতক আসামী মো. রেজাউল করিম(৩৬), পিতা-মৃত কামাল উদ্দিন, সাং- গোদরা, থানা- লালপুর, জেলা-নাটোর ও ছিনতাই মামলার আসামী মো. ঠান্ডু শেখ(২১), পিতা-মোঃ ছাত্তার শেখ, সাং-ইবাদুল্লাহ মিস্ত্রী পাড়া, থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ীকে গ্রেপ্তার করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari