রাজবাড়ী সদর থানার পুলিশ শুক্রবার সকালে শহরের বড়পুল এলাকা থেকে ২০ পুরিয়া হেরোইসহ বিধান কর্মকার নামে একজনকে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী শহরের বিনোদপুর ৩ ওয়ার্ড এলাকার মৃত বিশ্বনাথ কর্মকারের ছেলে।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, রাজবাড়ী সদর থানার এএসআই অনুপ চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী থানাধীন সজ্জনকান্দা বড়পুল মোড় থেকে ২০ পুরিয়া হেরোইন সহ মাদক ব্যবসায়ী বিধান কর্মকার (৪০) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে আদালতে চালান করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari