রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার বাল্যবিয়ে, যৌতুক, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর প্রকল্পের আওতায় কাজী হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের সংযুক্ত থেকে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জসীম উদ্দিন।
জেলা তথ্য অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজনীন রেহানা, জেলা লিগাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ), রাজবাড়ী, রফিকুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য অফিসার, রাজবাড়ী মীর মাহফুজা খাতুন, প্রধান শিক্ষক, কাজী হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী। এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজনসহ বিপুল সংখ্যক নারীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল ও অনুসরণীয়। অনুন্নত বাংলাদেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে উত্তরণে আমাদের দেশের পুরুষের পাশাপাশি নারীরাও সমঅংশীদার। আমাদের দেশে নারীরা বিভিন্ন গুরুত্ব পদে কাজ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। তিনি বলেন বাল্যবিবাহ আমাদের সামজিক ব্যাধি, নারীদের বাল্যবিবাহ থেকে রক্ষা করে শিক্ষা-দীক্ষা ও কারিগরি শিক্ষায় দক্ষ করে মানবসম্পদে পরিণত করতে পারলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ হবে। অনুষ্ঠানে রাজবাড়ী জেলা লিগাল এইড অফিসার(সিনিয়র সহকারী জজ) নাজনীন রেহানা বলেন, বর্তমান সরকার জেলা লিগাল অফিসের মাধ্যমে অসহায় ও গরীব মানুষকে বিনা খরচে আইনি সেবা দিচ্ছে। বক্তারা বলেন বাল্যবিবাহ, মাদক, নারী ও শিশু প্রতি সহিংতা ও গুজব ও অপপ্রচার সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য বড় বাধা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ও ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ ডিজিটাল গড়তে হলে আমাদের প্রত্যকের জায়গা থেকে এসব সমস্যা সমাধানে ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে শত শত নারীদের মাঝে কিভাবে অসহায় ও অসচ্ছল ব্যক্তি লিগ্যাল এইডের সুযোগ সুবিধা পেতে পারেন সে বিষয়ে ও জেলা লিগ্যাল এইড অফিসের প্রচার-প্রচারণা মূলক ছোট লিফলেট, বড় পোস্টার সকলের মাঝে বিতরণ, জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম সম্পর্কে তথা সরকারী আইনী সেবা সম্পর্কে উপস্থিত সকলকে অবগত করা হয় এবং প্রজেক্টরের মাধ্যমে জেলা লিগ্যাল এইড অফিসের প্রচার-প্রচারণা মূলক নাটিকা প্রদর্শন করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari