র্যাব-৮ফরিদপুর ক্যাম্পের একটি দল সোমবার রাতে রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহনপুর এলাকা থেকে সাড়ে ১৬ কেজি গাঁজাসগ আশিকুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আছান মালিথার ছেলে।
র্যাব-৮ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী , মাদকদ্রব্য গাঁজা এর চালান নিয়ে মাইক্রো যোগে কুষ্টিয়া হয়ে রাজবাড়ী এর উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর অত্র ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল কালুখালী থানাধীন মোহনপুর ইট ভাটার সামনে রাজবাড়ী টু কুষ্টিয়া গামী হাইওয়ের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়। এসময় একটি মাইক্রোবাস তল্লাশী চালিয়ে গাঁজা-১৬.৫০০ কেজি, মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রো, জব্দ করা হয়। ধৃত আসামীর স্বীকারোক্তি থেকে জানা যায় সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী, সে দীর্ঘদিন যাবৎ উক্ত মাইক্রো যোগে কুষ্টিয়া টু রাজবাড়ী মহাসড়ক ব্যবহার করে গাঁজার চালান নিয়ে রাজবাড়ী জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari