এক বেক্কল খুব ভালো খেলা প্রিয় ছিল। খেলায় ভালো পারদর্শী ছিল। কিশোর ক্লাবে বেশ নাম ডাক তৈরি হয় তার। সকলেই খুব ভালোবাসে। একদিন দুরন্ত প্রাণ চঞ্চল কিশোর সড়ক দুর্ঘটনায় তার পা ক্ষতিগ্রস্ত হয়। তখন থেকে সে অন্য সবার মত স্বাভাবিক হাঁটা চলা করতে পারে না। ক্ষতিগ্রস্ত পা একটু টেনে টেনে হাঁটে। কিন্তু মনে মনে স্বপ্ন দেখে একদিন অলিম্পিকে যাবে। নিরবে নিভৃতে সে অনুশীলন চালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত পা আর তাকে দমিয়ে রাখতে পারে নি। শুরু করে বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ। অনেক ঝড় ঝাপটা মাড়িয়ে স্বপ্ন এগিয়ে যেতে থাকে সাফল্যের অভিমুখে। ক্ষতিগ্রস্ত পা তাকে সহযোগিতার পদক্ষেপ দেবে তা কল্পনাতীত। কিশোর কখন যেন ভুলে গেল ক্ষতিগ্রস্ত পায়ের সীমাবদ্ধতা। তার সামনে এসে হাজির হয় স্বপ্নের অলিম্পিক গেমস। অলিম্পিক গেমসের সোনা-রূপা হাতছানি দিয়ে ডাকছে কিশোরকে। বাচাই পর্বের প্রথম ধাপে কর্তৃপক্ষ ঠেকিয়ে দিল তাকে। শারীরিক ত্রুটিজনিত কারণ দেখিয়ে বাতিল করে দেওয়া হল, কিশোরের পক্ষে কিছু বলার জন্য কেউ ছিল না। সে নিজেই বারবার কর্তৃৃৃপক্ষের কাছে বলল অলিম্পিক ইতিহাসে অনেকেই ত্রুটিযুক্ত অঙ্গ নিয়ে স্বর্ন জয় করেছে। তার কথাকে কেউ ভ্রুক্ষেপ করল না। হতাশ হল, দুফোঁটা জল চোখের কোণ থেকে গড়িয়ে পড়ল। তারপর থেকে সে কিশোর ক্রীড়া জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। এখন সে ছোট্ট একটা মুদিখানা করে জীবন গাড়ি চালায় ধীর গতিতে। নতুন করে আর কোথাও যেন ক্ষতির সম্মুখীন হতে না হয়। তাকে এখন আর কোন স্বপ্ন হাতছানি দেয়না। সারা জীবন ধরে সে বেক্কল হয়ে থাকতে চায়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বুঝতে পারে নিচ তলায় চাবি রেখে ৭ তলায় উঠেছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari