রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের মৎস্যজীবিদের তালিকা হালনাগাদ হয়েছে।
সোমবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ হালনাগাদ করণ হয়েছে। এসময় উপস্থিত ছিলেন চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব, রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোস্তফা আল রাজীব, মৎস্য সম্প্রসারণ অফিসার মোস্তফা কামাল।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোস্তফা আল রাজীব বলেন, প্রকৃত মৎস্যজীবিদের তালিকা হালনাগাদ করাই আমাদের মূল লক্ষ্য, মৎস্যজীবির বাহিরে যাতে কেউ এই তালিকায় থেকে সুবিধা ভোগ করতে না পারে সেদিকে আমরা কঠোর নজরদারি করছি।
চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব বলেন অতীতে দেখা যেত স্বজনপ্রীতির মাধ্যমে ভূয়া জেলেরাও মৎস্যজীবিদের তালিকায় নাম দিয়ে সরকারি সুযোগ সুবিধা ভোগ করেছে। এবার হালনাগাদ হবে স্বচ্ছ। এখানে স্বজন প্রীতির কোন সুযোগ থাকবে না। ভূয়া লোকদের তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত জেলেদের তালিকা যাতে হয় সেজন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো।
কারন গরিব জেলেদের হক যারা মেরে খেত তাদের আর কোন সুযোগ দেওয়া হবে না। প্রকৃত জেলেরাই সরকারী সুযোগ সুবিধা ভোগ করবে সে ব্যাপারে আমি শতভাগ চেষ্টা করবো।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari