রাজবাড়ীতে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় রাজবাড়ী ছাত্রলীগ ও পৌর কাউন্সিলরদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন, জনসাধারনের নিরাপত্তার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় রাজবাড়ী পৌরবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সংক্ষিপ্ত মানববন্ধন সমাবেশ করে মানববন্ধনকারীরা।
পরে শহরের জনগণের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষার দাবিতে ও সুষ্ঠু বিচারের দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতু, প্যানেল মেয়র নির্মল চক্রবর্তী শেখর মন্ডল প্রমূখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari