বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রামমান রেল জাদুঘর রাজবাড়ীর পাংশায় ষ্টেশনে অবস্থান করছে।
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ২২ আগষ্ট সকালে পাংশা ষ্টেশনে ভ্রামমান রেল জাদুঘর পারদর্শন করেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছ জানান রেলওয়ে কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা পৌর আওয়ামীলীগের সহ সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী দিপক কুমার কুন্ডু, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন, কালিকাপুর ইউপি চেয়ারম্যান অতিউর রহমান নবাব প্রমুখ।
গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক ট্রেনের বগিতে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর (একটি ব্রডগেজ ও একটি মিটারগেজ) উদ্বোধন করেন। এরপর থেকে জাদুঘর ২টি বিভিন্ন ট্রেনের সাথে সংযুক্ত করে রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্টেশনে অবস্থান করিয়ে জনসাধারণের কাছে প্রদর্শন করা হচ্ছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari