জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ঘাতক দালাল নির্মূল কমিটি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে সোমবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৫টায় রাজবাড়ী জেলা উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি ডা. সুনীল কুমার বিশ^াসের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা উদীচীর সভাপতি অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা, বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা সভাপতি স্বপন কুমার দাস।
এর আগে ১৫ আগস্টে জাতির জনক ও তার পরিবারের নিহত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari