২১ আগস্ট ২০২২ রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসহ জাতীয় শুদ্ধাচার কৌশলের ব্যাপক প্রচার ও জনঅবহিতকরণের মতবিনিময় সভা, তথ্য অধিকার বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটি, জেলা কর্ণধার কমিটি এবং জেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির সভাসমূহ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এ সভায় জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন। সভায় রাজবাড়ী জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সমস্যা ও সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari