রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে। নির্বাচনে পুরুষ সদস্য ৮ জন ও মহিলা সদস্য ২ জন অংশ গ্রহন করে। নির্বাচনে মোহাম্মদ উল্লাহ ১৩৭ ভোট, মোঃ আলিমুজ্জামান ১৩২ ভোট,মোঃ আব্দুল আলীম ১১৮ ভোট, খোরশেদ আলম ১১১ ভোট, ছাবিনা ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। অপর প্রার্থীরা মোঃ মাসেম মন্ডল ৯৯ ভোট, আলাউদ্দীন মন্ডল ৯৭ ভোট, মোঃআব্দুর রাজ্জাক মোল্লা ৯৬ ভোট, মোঃ মোয়াজ্জেম হোসেন ৬০ ভোট, তাসলিমা বেগম ৯৯ পেয়েছে। মোট ভোটারের সংখ্যা ছিল ২৪২ জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার নির্বাচন পরিচালনা করেন। উক্ত নির্বাচনে পুলিশের স্পেশাল টিম আইন র্শৃঙ্খলা রক্ষা কাজে নিয়োজিত ছিল। কর্মকর্তা মহোদয় এ তথ্য নিশ্চিত করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari