রাজবাড়ী জেলার গোয়ালন্দে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল কাশেম (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আবুল কাশেম অবসর প্রাপ্ত সেনা সদস্য।
শুক্রবার রাতে ৯৯৯ তে ফোন করে শিশুটির বাবা-মা এবং স্থানীয়রা তাকে পুলিশে সপর্দ করে।
গোয়ালন্দ ঘাট থানার সূত্রে জানা যায়, শিশুটির বাবা-মা পাশের বাড়ীতে একটি জম্মদিনের অনুষ্ঠানে ছিল। এই সুযোগে আবুল কাশেম মোবাইলে গেম দেখানোর লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে আসে। এক পর্যায় সে
শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। তবে শিশুটি চিৎকার করতে করতে ঘর থেকে বেড়িয়ে আসে। তার বাবা-মা বাড়ীতে আসলে সব কিছু খুলে বলে শিশুটি।
আবুল কাশেম ঘটনাটি কাউকে জানাতে নিষেধ করে এবং টাকা দেওয়ার আশ্বাস দেয়। কিন্ত মেয়েটির বাবা-মা স্থানীয়দের সহযোগিতায় তাকে পুলিশে দেয়।
এ ঘটনায় ২০ আগস্ট ২০২২ইং শিশুটির বাবা বাদী হয়ে আবুল কাশেমকে অভিযুক্ত করে গোয়ালন্দ ঘাট থানায় ধারা-৯(৪)(খ)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari