রাজবাড়ীর কালুখালীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চালকসহ ১৫ যাত্রী আহত হয়েছে। বৃহঃস্পতিবার রাত সাড়ে ১০ টায় কালুখালীর চাঁদপুর এলাকায় ফায়ার স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত মাইক্রোবাস চালক রব্বানী জানান, তিনি ১৩ জন যাত্রী নিয়ে টুঙ্গিপাড়া থেকে রংপুর যাচ্ছিলেন। রাত ১০ টায় সে কালুখালী ফায়ার স্টেশন এলাকা পার হচ্ছিলেন। এসময় রাস্তা ফাঁকা থাকলেও হঠাৎ তার মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে চলে যায়। এ ঘটনায় তিনিসহ ৫ জন আহত হয়েছে ।
এ ঘটনার আধা ঘন্টা পর বরিশাল থেকে সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস চাঁদপুর এলাকায় ফায়ার স্টেশনের সামনে এলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় ড্রাইভারসহ ১০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী শাহিন শেখ জানান, বাসটি পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছিল। কিন্তু দুর্ঘটনার পর অলৌকিকভাবে বাসটির সামনের অংশ পূর্বমুখি হয়ে যায়। একই অবস্থা মাইক্রোবাসের।
কালুখালী ফায়ার স্টেশনের ইনচার্জ মিলন হোসেন জানান, দুর্ঘটনার পরই আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari