রাজবাড়ীর গোয়ালন্দ ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় এক ভ্যানচালক হকার নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গোয়ালন্দ পদ্মার মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ভ্যানগাড়ি ও ঢাকা দর্শনা কার্পাশডাঙ্গা পরিবহন মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক ঘটনা স্থলেই নিহত হন।
নিহত ব্যাক্তির নাম ফজর আলী (৩৫)। তিনি দৌলতদিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের হাচেন মোল্লার পাড়ার জিন্নাত আলী শেখের ছেলে।
জানা গেছে, ভ্যানগাড়িতে করে ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে ফল বিক্রি করতেন ফজর আলী। সকালে দৌলতদিয়া ঘাট থেকে ভ্যান গাড়িতে করে পেয়ারা ও আনারস নিয়ে বিক্রির উদ্দেশ্য মহাসড়ক দিয়ে গোয়ালন্দে যাচ্ছিলেন। এমন সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ডি ডি দর্শনা কাপাশডাঙ্গা পরিবহন ও ভ্যানগাড়িটি মুখোমুখি সংঘর্ষে ভ্যানগাড়িটি দুমরে মুচরে গিয়ে ঘটনা স্থালেই ভ্যান চালকের মৃত্যু হয়।
আলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল জানান, সকালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। পরিবহনটি আটক করা হয়েছে। মামলার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari