কালুখালী উপজেলার হরিনবাড়ীয়া বাজারে জাতীয় শোক দিবসপালিত হয়েছে। কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগ এই কর্মসূচির আয়োজনকরে।
সকালে বাজারের সকল ব্যবসায়ীরা অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উড়িয়ে জাতীয় জনকের প্রতি শ্রদ্ধা জানান।
দুপুরে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি বিল্লাল মন্ডল। সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিউর রহমান নবাব, পাংশা সরকারী কলেজের অধ্যাপক একেএম শরিফুল মোর্শেদ রনজু, কালুখালী আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আইয়ুব আলী, কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আশরাফ সিদ্দিকী বাচ্চু, আমিনুল রশীদ মুছা, রিপন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari