জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সরকারি কলেজ আয়োজিত অনুষ্ঠানে রাজবাড়ী সরকারি কলেজ থিয়েটারের ৪র্থ প্রযোজনা নাটকঃ "মহানায়কের মহাকাব্য" মঞ্চস্থ হয়েছে। রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে, আইসিটি বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান জনাব নাসির উদ্দীনের সার্বিক নির্দেশনা, পরিকল্পনা, গল্প ভাবনা ও মাহবুবুর রহমানের শোভনের সসহযোগিতায় নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটিতে অভিনয় করেছেন তামান্না আমান মিষ্টি, শামীম হোসেন, রাফি,সাকিব,সাজেদুর, যাকারিয়া,আশরাফুল, বর্ষা, রিয়া, নাসির উদ্দীন প্রমুখ। স্বদেশ নাট্যঙ্গন, রাজবাড়ী, বিভিন্ন পর্যায়ের সংগঠক, ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, কেন্দ্রীয় ও জেলা কমিটির সংগঠক সহ রাজবাড়ীর অন্যান্য নাট্যকর্মী উপস্থিত ছিলেন। নাটকটি দেখে দর্শকবৃন্দ ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে এ ধরনের আরও অনেক নাটক মঞ্চস্থ করার জন্য আহবান জানিয়েছেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari