যথাযথ মর্যাদার সাথে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল চিত্রাঙ্কন ও কবিতা প্রতিযোগিতা, ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর পথিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, যুব ঋনের চেক বিতরন, পুরষ্কার বিতরন। ১৫ আগস্ট সকালে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পণ আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও পুরষ্কার বিতরন। সকাল উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলঅ নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম রহমান মিঞা, ইপজেলা পরিষদেও চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী নীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মাষ্ঠার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড এ এম আব্দুল মতিন ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার প্রমুখ। আলোচলা সভা শেষে যুব উন্নয়ন দপ্তরের ১৫ জন যুবককে ১০ লক্ষ ৯০ হাজার টাকা যুবঋনের চেক বিতরন করা হয়েছে। পুরষ্কার বিতরণ করা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, থানা অওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, বালিয়াকান্দি সরকারী কলেজ, বালিয়াকান্দি শেখ কামাল সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, উদীচী শিল্পী গোষ্ঠী, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, স্বাস্থ্য বিভাগ, সেনা কল্যান সংস্থা , মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন সরকারী ও বেসরকারি সংগঠন পৃথক পৃথক ভাবে কর্মসূচী পালন করেছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari