রাজবাড়ীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোরআন খতম, " বঙ্গবন্ধুর জীবন ও কর্ম " শীর্ষক আলোচনা সভা ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা,পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম,সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে ছালমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ শাহাবুদ্দীন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,আজ শোকের দিন।এই দিনে ঘাতকরা বঙ্গবন্ধুকে নির্মম ভাবে হত্যা করেছিল। হত্যা করেও তারা বঙ্গবন্ধুর আদর্শকে দমিয়ে রাখতে পারেনি। যে উদ্দেশে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল সে আশা পুরন হয়নি ঘাতকদের। আজকের এই শোককে শক্তিতে পরিনত করতে হবে।বঙ্গবন্ধু শুধু আমাদের নয় তিনি সারা বিশ্বের নেতা। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয় সই সাথে তিনি ও তার পরিবারের প্রতি দোআ করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari