এক নারীর ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী আসলাম ব্যাপারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
জানাগেছে, গত বুধবার বিকালে আসলাম ব্যাপারী প্রতিবেশি এক নারীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। সে সময় ওই মহিলার চিৎকারে তার স্বামীসহ স্থানীয়রা এগিয়ে এসে হাতেনাতে আসলামকে আটক করে। এলাকাবাসী ঘরের ভেতরে হাতেনাতে তাকে আটক করে রাখে। পরে আটক আসলামকে রাত সাড়ে নয়টার দিকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
ধর্ষণের স্বীকার ওই নারী জানান, তার স্বামী বাড়িতে না থাকলে তাকে প্রায় সময় বাড়িতে ঢুকে মেরে ফেলার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করতো। গত দুই বছর ধরে এভাবে তাকে ধর্ষণ করে আসছে।
এলাকাবাসিরা জানায়, আসলাম বেপারী এলাকার অন্য নারীদের সাথে নানাভাবে সম্পর্ক স্থাপন করে অনৈতিক কাজ করে। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। আসলামের বিচারের দাবী জানান তারা।
রাজবাড়ী সদর থানার এসআই বোরহান উদ্দিন জানান, খবর পেয়ে রাত ৯টার দিকে তিনি মরডাঙ্গার চেয়ারম্যানের ব্যক্তিগত অফিসে আটকে রাখা ধর্ষক আসলামকে সদর থানায় নিয়ে যান। এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari